ঢাকায় আসছে রোবট সোফিয়া! - RAJBARI BEST IT NEWS

This is the best IT news blog site.we are always publish local and world best IT news.Dhaka,faridpur,rajbari,kushtia,goalundo news .

Post Top Ad

Responsive Ads Here
ঢাকায় আসছে রোবট সোফিয়া!

ঢাকায় আসছে রোবট সোফিয়া!

Share This

RAJBARI IT NEWS
প্রযুক্তি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম 'সোফিয়া'। না, কোনো মানুষ নয় সোফিয়া।
হংকংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান 'হ্যানসন রোবোটিকস'-এর তৈরি 'নারী' রোবট।  
সোফিয়া আগামী ৬ ডিসেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া দেশের বৃহত্তম তথ্য-প্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনেই উপস্থিত থাকবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
সঙ্গে থাকবেন তার 'জন্মদাতা' ডক্টর ডেভিড হ্যানসন। সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রযুক্তিক্ষেত্রে উন্নত দেশগুলোর বর্তমান আগ্রহ এখন কৃত্রিম বুদ্ধিমত্তায়।
গত সপ্তাহে ইউএনডিপি সোফিয়াকে বিশ্বের প্রথম নন-হিউম্যান ইনোভেশন চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে। এর আগে কোনো রোবট নাগরিকত্ব যেমন পায়নি, এমন উন্নমানের বুদ্ধিমত্তাও কারো মধ্যে সঞ্চার করা যায়নি। সোফিয়ার 'জন্ম' হংকংয়ে এবং গত অক্টোবরের শেষ সপ্তাহে সৌদি আরব আড়াই বছর বয়সী সোফিয়াকে নাগরিকত্বের মর্যাদা দেয়।  
বাংলাদেশও আধুনিক এই প্রযুক্তির উন্নয়নে সমান আগ্রহী।
এ জন্যই সোফিয়াকে ডিজিটাল ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
৫ ডিসেম্বর রাত ১২টায় বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে সোফিয়ার। পরদিন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানের পর স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হবে সোফিয়া। সেদিন রাতেই খ্যাতনামা অভিনেত্রী অড্রে হেপবার্নের মতো দেখতে সোফিয়ার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
SOURC ; bd-pratidin

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages