প্রথম এসএমএস পাঠানোর ২৫ বছর পূর্তি - RAJBARI BEST IT NEWS

This is the best IT news blog site.we are always publish local and world best IT news.Dhaka,faridpur,rajbari,kushtia,goalundo news .

Post Top Ad

Responsive Ads Here
প্রথম এসএমএস পাঠানোর ২৫ বছর পূর্তি

প্রথম এসএমএস পাঠানোর ২৫ বছর পূর্তি

Share This
RAJBARI IT NEWS

শর্ট মেসেজ সার্ভিস (সংক্ষিপ্ত/ক্ষুদে বার্তা সেবা) বা এসএমএস ২৫ বছর পূর্ণ করেছে। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর প্রথম এসএমএসটি পাঠানো হয়েছিল। এখন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করেই এসএমএস পাঠানো হয়। ২৫ বছর আগের প্রথম ক্ষুদে বার্তাটি কম্পিউটার থেকে পাঠানো হয়েছিল। ব্রিটিশ টেলিকম কোম্পানি ভোডাফোন এর টেকনিশিয়ানরা পরীক্ষামূলকভাবে ‘ম্যারি ক্রিসমাস’ বার্তাটি পাঠিয়েছিলেন।
এসএমএসের উদ্ভাবক ফ্রিডহেল্ম হিলেব্রান্ড। তিনি জার্মান ডাক বিভাগে কাজ করতেন। ফরাসি ডাক ও টেলিযোগাযোগ কোম্পানি পিটিটিতে কর্মরত ব্যার্নহার্ড গিলেব্যার্ট-এর সঙ্গে মিলে ১৯৮৪ সালে তিনি প্রথম এসএমএস-এর ধারণা দিয়েছিলেন। প্রথম বার্তাটি পাঠান ব্রিটিশ প্রোগ্রামার নিল পাপওর্থ।
                                                 নিল পাপওর্থ
এসএমএস-এর মডেল ছিল পোস্টকার্ড আর টেলেক্স বার্তা। টেকনিশিয়ানরা গবেষণা করে দেখতে পেয়েছিলেন যে, এ ধরনের যোগাযোগে ১৬০ বা তার কম বর্ণ ব্যবহৃত হয়।
তাই এসএমএস-এর সর্বোচ্চ সীমা ঠিক করা হয়েছিল ১৬০ বর্ণ।
নব্বইয়ের দশকে মোবাইল ফোনের প্রসার বাড়ার সঙ্গে সঙ্গে টেলিকম কোম্পানিগুলো এসএমএস সেবার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে থাকে। ২০০৯ সাল থেকে হোয়াটসঅ্যাপ, জুম, ফেসবুক মেসেঞ্জারের মতো মেসেঞ্জার অ্যাপ চালু হয়। সেগুলো দিয়ে বিনামূল্যে এসএমএস পাঠানো যায়।
বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages