rajbari it news |
আনন্দ খবর ডেস্ক: ফেসবুক চালাতে লাগবেনা ইন্টারনেট। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে ইন্টারনেট না থাকলেও ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকের নিউজ ফিড পড়া ও পোস্টে মন্তব্য করতে পারবেন। শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানা যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট ছাড়া বা কম গতির ইন্টারনেটে ফেসবুক চালানোর জন্য ‘অফলাইন মোড’ চালু করছে ফেসবুক কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক, বিশেষ করে নিউজ ফিড আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ফেসবুক বিশেষ পদক্ষেপ নিচ্ছে। এতে আগে থেকে ফোনে ডাউনলোড হয়ে থাকা নিউজ ফিড পড়ে দেখার সুযোগ পাবেন ফেসবুক ব্যবহারকারীরা।
ইন্টারনেট সংযোগ না থাকলে নির্দিষ্ট পোস্টে মন্তব্য লিখে রাখতে পারবেন ব্যবহারকারী। পরে ইন্টারনেট সংযোগের আওতায় ফেসবুক আসবে, তখন ওই মন্তব্যটি অনলাইনে পোস্ট হয়ে যাবে। এই অফলাইনে নিউজ ফিড পড়ার ফিচার নিয়ে শিগগিরই পরীক্ষা চালানো হতে পারে।
sorce:anondokhobor24
No comments:
Post a Comment